11/22/2024 পুতিন কিংবা জেলেনস্কি কেউই শান্তি আলোচনার জন্য প্রস্তুত নয় : লুলা ডি সিলভা
মুনা নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৩ ১০:২৮
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা জানিয়েছেন, তার দেশ ইউক্রেনে শান্তির জন্য কাজ করছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেউই শান্তি আলোচনার জন্য কথা বলতে প্রস্তুত নন।
২আগস্ট, বুধবার এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, ‘পুতিন বা জেলেনস্কি কেউই শান্তির জন্য প্রস্তুত নয়।’
লুলা জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন আলোচনার জন্য যখন প্রস্তুত হবে তখন অন্যান্য নিরপেক্ষ দেশের সঙ্গে তিনি যে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন তা প্রস্তুত করা হবে।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে লুলার অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে। এর আগে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার দখল করা ক্রিমিয়ার ওপর থেকে দাবি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। একইসঙ্গে পুতিনের সমালোচনা করে বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট অন্য দেশের ভূমি দখলে রাখতে পারেন না।
সূত্র : এ নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.