11/22/2024 মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : নিহত ১৮
মুনা নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৩ ১০:১৪
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ৩ আগস্ট, বৃহস্পতিবার পশ্চিম মেক্সিকোতে একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ায় হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।
তারা বলেছেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে বেশিরভাগ যাত্রীই ছিল বিদেশি। তাদের অনেকে মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।
জানা গেছে, বাসটি মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাচ্ছিল। যাত্রীদের মধ্যে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশগুলোর প্রায় ৪২ জন নাগরিক ছিলেন।
এক বিবৃতিতে মেক্সিকোর নয়ারিত প্রাদেশিক সরকার জানিয়েছে, বাসচালককে আটক করা হয়েছে। বাস চালানোর সময় তিনি রাস্তার একটি বাঁকানো অংশে দ্রুত গতিতে বাঁক নিয়েছিলেন বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.