11/22/2024 মুনা বাফেলো ডাউনটাউন এবং এমহাস্ট চ্যাপ্টারের শিক্ষা সফর
মুনা নিউজ ডেস্ক
৪ মে ২০২৩ ১৬:৩৩
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা(মুনার) বাফেলো ডাউনটাউন এবং এমহাস্ট চ্যাপ্টারের উদ্যোগে আটই আগষ্ট ২০২২ শিক্ষা সফর এবং পিকনিক এর আয়োজন করা হয়। এতে বাফেলোতে বসবাসরত বাংলাদেশি মুসলিমরা অংশগ্রহণ করেন। সকাল থেকে যখন ধীরে ধীরে বেলা বাড়ছিল তখন নায়াগ্রা স্টেট পার্ক মিলনমেলায় পরিণত হয়েছিল। এতে নানা ধরনের খেলাধূলার আয়োজন ছিল। শিশু-কিশোর এবং বয়স্ক পুরুষ-মহিলাদের জন্য ছিল পৃ থক খেলার ব্যবস্থা। উপস্থিতি ছিল চোখে পড়ার মত। যান্ত্রিক জীবনের বাইরে প্রাণ ফিরে পাওয়া। এরকম আয়োজন দেখে সকলেই মুগ্ধ হয়েছেন। চমৎকার আয়োজনের জন্য সবাই মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনাকে) আন্তরিক ধন্যবাদ জানান। বাফেলো বাংলার সম্পাদক নিয়াজ মাখদুম তাঁর সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমরা বাংলাদেশিরা সব মিলিয়ে একটি পরিবার, “একটি বাংলাদেশ”। আমরা একটি সুন্দর কমিউনিটি গড়ে তুলব সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায়। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মুনা’র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবুল ফায়জুল্লাহ। এছাড়াও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এ শিক্ষাসফরে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশকাল : আগস্ট ২০২২
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.