11/23/2024 দ্বিতীয়বার দেশের হতে ‘সাবেক’ ওবামার সাহায্য চাইলেন বাইডেন
মুনা নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৩ ০৩:৪৮
সাবেকের সাহায্য চাইলেন বর্তমান। আরো চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে বারাক ওবামার সহায়তা কামনা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদে প্রকাশ, বাইডেনকে সাহায্য করার বিষয়ে আশ্বস্ত করেছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদপত্র ‘দি ওয়াশিংটন পোস্ট’-এর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে গত জুন মাসে একটি নৈশভোজের অনুষ্ঠানে আলোচনায় বসেন দুই ডেমোক্র্যাট রাজনীতিক। সাহায্য করার আর্জিতে ওবামা নাকি জানিয়েছেন, 'যথাসাধ্য সাহায্য করব।'
বাইডেনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, আমেরিকার প্রেসিডেন্ট মনে করছেন, আরো একবার প্রেসিডেন্ট নির্বাচনে জিততে ডেমোক্র্যাট রাজনীতিক হিসাবে ‘সবচেয়ে জনপ্রিয়’ ওবামার সাহায্য প্রয়োজন। বাইডেন শিবির মনে করছে, মাথার উপরে অনেকগুলো মামলা ঝুলে থাকলেও প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পই। তাকে রুখতে এখন থেকেই পরিকল্পনা করে রাখতে চাইছে বাইডেন শিবির।
ঘটনাচক্রে, ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ওই দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। তবে শেষের দিকে নাকি বাইডেন-ওবামার সম্পর্ক তেমন ভালো ছিল না। শোনা যায়, ২০২০ সালে ডেমোক্র্যাট পদপ্রার্থী হিসেবে অশীতিপর বাইডেনকে মেনে নিতে চাননি ওবামা। পরে অবশ্য বাইডেনের হয়ে ঝোড়ো প্রচার করেন তিনি। আফ্রো-আমেরিকান ভোটের সিংহ ভাগ ডেমোক্র্যাটদের ঝুলিতে পড়ার নেপথ্যে ওবামাকেই কৃতজ্ঞতা জানিয়েছিল বাইডেন শিবির।
এর আগে ১৯৮৮ সালে এবং ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েও হার মানতে হয় বাইডেনকে। ২০০৮ সালে লড়াইয়ের প্রাথমিক পর্বে ওবামার কাছে হেরেছিলেন বাইডেন। ২০২০ সালে তৃতীয়বার লড়াই করে ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের বাসিন্দা হন তিনি। ২০২৪ সালে আমেরিকায় ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.