11/22/2024 কুয়েত ও সৌদিতে মেয়েদের ‘লাভ’ ইমোজি পাঠালেই জেল
মুনা নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৩ ১৮:২০
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও সৌদি আরবে মেয়েদের হার্ট ইমোজি বা ‘লাভ’ ইমোজি পাঠালে জেলে যেতে হবে একজন পুরুষকে। এ ‘লাভ’ ইমোজিকে ওই সব দেশে অশ্লীলতার ইঙ্গিত বলে মনে করা হয়।
বিশেষ করে কুয়েতে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সামাজিক নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কোনো মেয়েকে লাভ’ ইমোজি পাঠানো এখন আইন দ্বারা দণ্ডনীয়। এটাকে অশ্লীলতার জন্য উস্কানি দেওয়ার অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
কুয়েতের আইনজীবী হায়া আল শালাহির মতে, এই অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার কুয়েতি দিনার জরিমানা হতে পারে।
একইভাবে তাদের প্রতিবেশী দেশ সৌদি আরবে হোয়াটসঅ্যাপে লাল রঙের ‘লাভ’ ইমোজি পাঠালে জেল হতে পারে।
সৌদি আইন অনুসারে, যে কেউ এই কাজের জন্য দোষী সাব্যস্ত হলে তাকে এক লাখ সৌদি রিয়াল জরিমানাসহ দুই থেকে পাঁচ বছরের জেল হতে পারে।
সৌদি সাইবার ক্রাইম বিশেষজ্ঞের মতে, হোয়াটসঅ্যাপে রেড হার্ট পাঠানোকে দেশের আইনে "হয়রানি" হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে।
সৌদি আরবের জালিয়াতিবিরোধী সংস্থা ‘অ্যান্টি-ফ্রড অ্যাসোসিয়েশন’-এর সদস্য আল-মোয়াতাজ কুতবি জোর দিয়ে বলেন, "অনলাইনে কথোপকথনের সময় কিছু ছবি এবং অভিব্যক্তি ব্যবহার করা হয়রানিমূলক অপরাধে পরিণত হতে পারে, যদি সংক্ষুব্ধ পক্ষ এ বিষয়ে মামলা করে।"
বারবার এ আইন লঙ্ঘনের ক্ষেত্রে, সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের সঙ্গে জরিমানা তিন লাখ সৌদি রিয়াল পর্যন্ত বাড়তে পারে।
সূত্র : গালফ নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.