11/23/2024 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা আরেক ভারতীয় বংশোদ্ভূতের
মুনা নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৩ ১৭:৫৬
আগামী ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত হর্ষ বর্ধন সিং। নিকি হ্যালি এবং বিবেক রামাস্বামীর পর তিনি তৃতীয় ভারতীয় ব্যক্তি হিসেবে এমন ঘোষণা দিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
টুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় হর্ষ বর্ধন সিং নিজেকে রক্ষণশীল নেতা এবং আজীবন রিপাবলিকান হিসেবে দাবি করেন।
তিনি বলেন, ‘আমেরিকার পারিবারিক মূল্যবোধ, অধিকার এবং নানাবিধ চিন্তা ও আলোচনার ক্ষেত্র চতুর্মুখী আক্রমণের শিকার হয়েছে। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ নিয়ে যা হয়েছে তা থেকে উত্তরণে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। যে কারণে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান পার্টির মনোনয়ন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পেশায় প্রকৌশলী হর্ষ বর্ধন সিং এর আগে একাধিক পদের জন্য লড়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। নিজেকে সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় সমর্থক বলেও উল্লেখ করেছেন তিনি।
হর্ষ বর্ধন বলেন, আমার দেখা সেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে রিপাবলিকান দলের সঙ্গে যুক্ত বলেও জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফেডারেল ইলেকশন কমিশনে প্রার্থীতা ঘোষণা করেছেন ৩৮ বছর বয়সী এই প্রকৌশলী।
রিপাবলিকানরা তাদের দলের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের জন্য আগামী বছরের ১৫ থেকে ১৮ জুলাই জাতীয় সম্মেলনের আয়োজন করবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.