11/23/2024 নেদারল্যান্ডে কয়েক হাজার গাড়ি নিয়ে ৫ দিন ধরে পুড়ছে জাহাজ
মুনা নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৩ ০৯:১৭
প্রায় চার হাজার গাড়ি নিয়ে পাঁচ দিন ধরে মাঝ সাগরে পুড়ছে একটি জাহাজ। ভয়াবহ এ ঘটনা ঘটেছে নেদারল্যান্ডে। এরই মধ্যে একজন ক্রুয়ের মৃত্যুর খবর জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ২৫ জুলাই, মঙ্গলবার উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে শিপ ক্যারিয়ারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই আগুন নেভাতে অভিযান শুরু করে ডাচ কোস্ট গার্ড। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি সাড়ে ৬০০ ফুট দৈর্ঘ্যের শিপ ক্যারিয়ারটির আগুন। ফলে কতগুলো গাড়ি পুড়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, জার্মানি থেকে মিসরে যাচ্ছিলো ফ্রিম্যানটেল হাইওয়ে নামের ১৯৯ মিটারের মালবাহী জাহাজটি । এতে ৫০০ ইলেক্ট্রিক গাড়িসহ ৩ হাজার ৭৮৩টি যান ছিল। এখনও আগুন লাগার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। বন্দর থেকে ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেদারল্যান্ডসের সমুদ্রসীমায় ঢোকার পর হঠাৎ আগুন লাগে জাহাজটিতে।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক ক্রু মেম্বার। পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করেছেন আরও সাত জন। জাহাজটিতে মোট ২৩ জন ক্রু ছিলেন। এখনও পর্যন্ত কতজন উদ্ধার হয়েছেন তা নিশ্চিত নয়।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.