11/22/2024 সুইডেন ও ডেনমার্ককে বয়কটের ডাক দিলো ইয়েমেন ও ইরাক
মুনা নিউজ ডেস্ক
২৫ জুলাই ২০২৩ ১০:০২
পবিত্র কোরআন পোড়ানোর ইস্যুতে সুইডেন ও ডেনমার্ককে বয়কটের ডাক দিলো ইয়েমেন ও ইরাক। ২৪ জুলাই,সোমবার দেশগুলোর রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় হয় জোরালো বিক্ষোভ। খবর এপি ও রয়টার্সের।
রাজধানী সানার ক্ষমতায় থাকা হুতিদের ডাকে রাস্তায় নামেন হাজার হাজার ইয়েমেনী। তাদের হাতে ছিলো ছুরি, পিস্তল, একে ফোরটি সেভেনের মতো অস্ত্র। তাদের দাবি, সর্বসম্মুখে ক্ষমা প্রার্থনা করুক পশ্চিমা দেশগুলোর সরকার। তাদের অভিযোগ, সমকামিতায় বিশ্বাসী দেশগুলোর কাছে ইসলামি মতাদর্শের কোন মূল্য নেই।
একইদিন, রাজধানী বাগদাদেও জোরালো বিক্ষোভ করেন ইরাকিরা। পশ্চিমাদের বিরুদ্ধে স্লোগান দেয়ার পাশাপাশি তোলেন মুসল্লিদের কাছে ক্ষমা প্রার্থনার দাবি। এ সময়, শিয়াপন্থিরা রাগ-ক্ষোভ-দুঃখ কমানোর জন্য নিজেদের শরীরেই আঘাত করেন। গেলো একমাসে, ইউরোপীয় দেশগুলোয় জনসম্মুখে তিনবার পবিত্র কোরআন পোড়ানো হয়। তাতে, ক্ষোভ ছড়ায় গোটা মুসলিম বিশ্বে।
সূত্র : এপি ও রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.