11/22/2024 নারায়ণগঞ্জে কারখানায় আগুন : নিহত ১
মুনা নিউজ ডেস্ক
২৪ জুলাই ২০২৩ ০৮:২৬
বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৪ জুলাই, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিসিক শিল্পনগরীতে রফতানিমুখী ফকির এ্যাপারেলস নামে ওই পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে কারখানার ভেতরে থাকা কাপড় ও মেশিনারিজ পুঁড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নেভাতে যাওয়ার সময় চাষাড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে ফায়ার সার্ভিসের গাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।
রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স ডাইং কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানায় বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। হঠাৎ করে বয়লারের রুম আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিকসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অলি উল্লাহ জানান, কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করা হতো। আগুনে শুধু তারই ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কারখানায় আরও অন্তত ১০ জন ব্যবসায়ীর কাপড় ছিল। আগুনে প্রায় কোটি টাকার কাপড় ও মেশিনারিজ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.