11/22/2024 লেবাননে টিভি শো চলাকালে সাংবাদিকের সঙ্গে সাবেক মন্ত্রীর মারামারি
মুনা নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৩ ০৮:৫৩
লেবাননে টেলিভিশনে লাইভ বিতর্ক চলাকালে সাংবাদিকের সঙ্গে সাবেক মন্ত্রীর মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক পরিবেশ মন্ত্রী ওয়াম ওয়াহাব এবং সাংবাদিক সাইমন আবু ফাদেলের মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটে।
ওহাব এবং আবু ফাদেল এমটিভি চ্যানেলের অনুষ্ঠান ‘ইটস টাইম’ এর অতিথি ছিলেন। অনুষ্ঠানটিতে নির্বাচন বাধা দেওয়ার জন্য দোষী প্রমাণিত হলে রাজনীতিবিদদের শাস্তি দেওয়া উচিত কিনা তা নিয়ে আলোচনা চলছিল।
আলোচনার এক পর্যায়ে ওয়াহাব টেবিলের উপর থাকা পানির গ্লাস ছুঁড়ে ফেলেন। এর পরপরই তিনি সাংবাদিক আবু ফাদেলে ওপর হামলা চালান।
লাইভ শোতে এই সহিংসতা রোধ না করার জন্য এমটিভির তীব্র সমালোচনা করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। উপস্থাপক মার্সেল ঘানেমকে তার অনুষ্ঠানের অতিথিদের অভ্যাসগতভাবে উস্কে দেওয়ার এবং তাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর অভিযোগ করেছেন অনেকে।
রালফ নাদের টুইটারে ঝগড়ার ফুটেজ শেয়ারের পর লিখেছেন, চ্যানেলের উচিত অতিথিদের ব্যাপারে তাদের পছন্দ উন্নত করা কিংবা এই গ্রীষ্মে ছুটিতে যাওয়া। কারণ ‘দেশের কিছু শীতল সময়ের প্রয়োজন, ঘুষি ও লাথি নয়।’
সূত্র : আরব নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.