11/22/2024 নিলামে আইনস্টাইনের চিঠি
মুনা নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৩ ০৮:১৩
ধর্ম সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি নিলামে উঠছে। তার লেখা সেই চিঠি নিলামে তুলেছে আমেরিকান সংস্থা ‘দ্য র্যাব কালেকশন।’ ওই চিঠির নিলামের ডাক শুরু হবে ১ লাখ ২৫ হাজার ডলার থেকে।
বিজ্ঞানে ঈশ্বরের ব্যাখ্যা কী? অ্যালবার্ট আইনস্টাইন কি ঈশ্বরে বিশ্বাস করতেন? ১৯৫০ সালে ধর্ম বিষয়ের শিক্ষিকা মার্থা মাঙ্ক চিঠি লিখেছিলেন আইনস্টাইনকে। জানতে চেয়েছিলেন, আধুনিক পদার্থবিদ্যার জনক কি ঈশ্বরে বিশ্বাস করেন? তিনি কি মনে করেন, ঈশ্বর বা কোনো সর্বোচ্চ শক্তি এই বিশ্ব সৃষ্টি করেছেন? মার্থাকে উত্তর দিয়েছিলেন আইনস্টাইন।
এত দিন মার্থার এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিল আইনস্টাইনের এ চিঠিটি। মার্থার প্রশ্নের জবাবে আইনস্টাইন লিখেছিলেন, ‘ধর্মগ্রন্থে লেখা কাহিনিগুলোকে যত দিন আক্ষরিক অর্থে নেওয়া হবে, সাধারণ মানুষ কী বিশ্বাস করবেন, সেটা প্রত্যাশিতই।’
তিনি আরও লিখেছিলেন, ‘যদি আপনি ধর্মগ্রন্থকে প্রতীকী হিসেবে ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু আর এটা পরিষ্কার নয় যে ঈশ্বরকে কোনো মানুষ হিসেবে কল্পনা করা হয়েছিল কিনা।’
আইনস্টাইন লিখেছিলেন, ‘‘...সে ক্ষেত্রে এটা বোঝা কঠিন যে বিশ্বাসের আঁকড় কতটুকু পড়ে থাকবে। তবে আমি মনে করি, যে ব্যক্তি মোটামুটি বিজ্ঞানমনস্ক, তার কাছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির পিছনের ধর্মের ব্যাখ্যা যুক্তিগ্রাহ্য নয়। কারণ তিনি সব ক্ষেত্রে বিজ্ঞানের যুক্তি খোঁজেন।’’
জার্মানিতে হিটলার ক্ষমতায় আসার পর ১৯৩৩ সালে আমেরিকায় পালিয়ে এসেছিলেন আইনস্টাইন। জার্মানি থেকে বেরিয়ে প্রথমে বেলজিয়ামে ছিলেন। তার পরে ছয় সপ্তাহ ব্রিটেনে থাকেন। শেষে আমেরিকায় চলে আসেন। এক দশক আমেরিকার নাগরিক ছিলেন আইনস্টাইন।
সূত্র : এবিপি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.