11/22/2024 মেক্সিকোতে পরিত্যক্ত লরি থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
মুনা নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৩ ১০:২২
মেক্সিকোতে একটি পরিত্যক্ত লরি থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৩ জন শিশু-কিশোর। তারা সবাই যুক্তরাষ্ট্রের অভিবাসনপ্রত্যাশী ছিল।২১ জুলাই, শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের কাছে পরিত্যাক্ত একটি লরি থেকে প্রায় দেড়শ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লরিটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। একপর্যায়ে লরিটিতে তল্লাশি চালিয়ে অভিবাসনপ্রত্যাশীদের বের করে আনে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
আইএনএম জানায়, উদ্ধারকৃত অভিবাসীরা হন্ডুরাস, গুয়াতেমালা ও এল সালভাদরের নাগরিক। উদ্ধারের পর তাদের মেক্সিকোর ন্যাশনাল সিস্টেম ফর ইন্টিগ্রাল ফ্যামিলি ডেভেলপমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবছর মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য পাড়ি জমান হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। তবে সবাই তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না। অনেককেই যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগেই আটকা পড়েন আবার অনেকেই পথিমধ্যে মৃত্যুবরণ করেন।
উদ্ধার করা অভিবাসপ্রত্যাশীদের বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে ২০ জনের বেশি অভিবাবকহীন শিশু-কিশোর রয়েছে। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশই ছিল সবার উদ্দেশ্য।
গত সপ্তাহ থেকে এ ঘটনা পর্যন্ত ভেরাক্রুজ রাজ্য থেকে অন্তত ৬০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে মেক্সিকো কর্তৃপক্ষ। সহিংসতা ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা এসব অভিবাসী প্রায়ই যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ভেরাক্রুজের মধ্য দিয়ে ভ্রমণ করে।
জানা যায়, কাগজপত্র ছাড়াই তারা ট্রেলার বা মালবাহী ট্রেনে চড়েন যা যুক্তরাষ্ট্রে ঢোকার জাহাজ হিসাবে পরিচিত। এ ধরনের ট্রেনকে ‘লা বেস্টিয়া’ বা ‘দ্য বিস্ট’ নামে ডাকা হয়। ২০২১ সালে মেক্সিকান কর্তৃপক্ষ দুটি ট্রেলারে লুকিয়ে থাকা ৬০০ জনকে খুঁজে পেয়েছিল। একই বছর, দক্ষিণ মেক্সিকোতে একটি ট্রাক উল্টে কমপক্ষে ৫৫ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়।
সূত্র: সিএনএন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.