11/22/2024 পশ্চিমা বিশ্বের জন্য জেলেনস্কি বিষাক্ত হয়ে উঠেছেন : মারিয়া যাখারোভা
মুনা নিউজ ডেস্ক
১৯ জুলাই ২০২৩ ১১:৫৬
ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি পুরো পশ্চিমা বিশ্বের জন্য বিষাক্ত হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা।
ক্রিমিয়া ব্রিজের ওপর ইউক্রেনের চালানো ড্রোন হামলার সমালোচনা করে হোয়াইট হাউস যে বক্তব্য দিয়েছে তাকে কেন্দ্র করে যাখারোভা একথা বললেন।
রুশ মুখপাত্র বলেন, ক্রিমিয়া ব্রিজের ওপর ইউক্রেন যে ড্রোন হামলা চালিয়েছে হোয়াইট হাউস প্রকাশ্যে তার বিরোধিতা করেছে এবং অস্ত্র বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে আমেরিকা একটি বিভক্তি লাইন টেনে দিয়েছে।
মারিয়া যাখারোভা একইসঙ্গে বলেন, যদিও এটি আরেকটি প্রতারণা, তবে এটি অন্য দিক দিয়ে গুরুত্বপূর্ণ- সেটি হচ্ছে আমেরিকার অবস্থানের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে, জেলেনস্কি পশ্চিমা বিশ্বের জন্য বিষাক্ত হয়ে উঠেছেন। টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র এসব কথা বলেছেন।
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.