11/22/2024 যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
মুনা নিউজ ডেস্ক
১৯ জুলাই ২০২৩ ০৮:১৩
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ১৮ জুলাই, মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইয়াজ আহমেদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। খবর ফক্স নিউজের।
পুলিশ বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের ১১০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন ওই যুবক। এ সময় বাইরে দাঁড় করানো ইয়াজের গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। ইয়াজ তাদের বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ এসে ইয়াজকে হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ। নিহত বাংলাদেশি যুবক ওই পেট্রোল স্টেশনেই কাজ করতেন।
এর আগে ১৫ জুলাই, শনিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হ্যাম্পটন শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। হ্যাম্পটন হেনরি কাউন্টির আটলান্টা থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে অবস্থিত একটি ছোট শহর।
সূত্র : ফক্স নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.