11/22/2024 হিরো আলমের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ
মুনা নিউজ ডেস্ক
১৮ জুলাই ২০২৩ ১২:২১
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণের দিনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম)-এর ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস ১৮ জুলাই, মঙ্গলবার দুপুরে এক টুইটে এ উদ্বেগের কথা জানান।
টুইট বার্তায় তিনি লিখেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়। সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেকের মৌলিক মানবাধিকার নিশ্চিত ওসুরক্ষিত করতে হবে। একই টুইটে হিরো আলমের ওপর হামলা নিয়ে স্থানীয় একটি ইংরেজি দৈনিকে প্রকাশ হওয়া সচিত্র প্রতিবেদন যুক্ত করা হয়েছে।
গতকাল সোমবার, ভোটকেন্দ্র পরিদর্শনের সময় হিরো আলমের ওপর হামলা হয়। বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে। সেখান থেকে সন্ধ্যায় তিনি বাসায় ফেরেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.