11/25/2024 এআই নিয়ে জাতিসংঘের প্রথম বৈঠক মঙ্গলবার
মুনা নিউজ ডেস্ক
১৮ জুলাই ২০২৩ ০৯:৫৭
বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রথমবারের মতো বৈঠক করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ১৮ জুলাই, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকটির আয়োজন করেছে যুক্তরাজ্য আর বৈঠকে সভাপতিত্ব করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।
বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকার উদীয়মান এআই প্রযুক্তির বিপদ কীভাবে কমানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছে। বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির চিত্র বদলে দিতে পারে এই প্রযুক্তি।
এ মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পদে আছে যুক্তরাজ্য। এআই সংক্রান্ত বিধির ক্ষেত্রে বিশ্বে নেতৃস্থানীয় ভূমিকায় থাকার চেষ্টা করছে দেশটি।
গত জুনে কয়েকটি এআই প্রযুক্তি কোম্পানির নির্বাহী কর্মকর্তারা এ প্রযুক্তির ব্যবহারের ওপর নজরদারির জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মতো একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলার প্রস্তাব দেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সেই প্রস্তাব সমর্থন করেছিলেন।
মঙ্গলবারের বৈঠকে এআই বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞরাসহ মহাসচিব গুতেরেসও ব্রিফিং দেবেন।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.