11/22/2024 শিশুর সঙ্গে খুনসুঁটি, ফের আলোচনায় বাইডেন
মুনা নিউজ ডেস্ক
১৭ জুলাই ২০২৩ ০৯:২৮
ফের সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হেলসিঙ্কি বিমানবন্দরে এক ছোট্ট শিশুর সঙ্গে বাইডেনের ‘খুনসুঁটির’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৩ জুলাই, বৃহস্পতিবার হেলসিঙ্কি থেকে বিদায় নেওয়ার সময় বাইডেন সেখানে বিমানবন্দরে দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানেই এক মায়ের কোলে থাকা শিশুর সঙ্গে বাইডেনের উদ্ভট আচরণ দেখা যায়। খবর ফক্স নিউজের।
ভিডিওতে দেখা যায়, বাইডেন ওই মায়ের কোলে থাকা বাচ্চাকে হাঁসানোর চেষ্টা করছিলেন। এ জন্য তিনি শিশুটির কাঁধে মুখ রাখেন এবং কামড়ানোর ভান করতে থাকেন। এ ছাড়া তিনি মুখও ভেংচি করেন।
ফক্স নিউজ বলছে, এতে ওই শিশু ভয়ে পেয়ে যায় এবং বাইডেনের দিক থেকে মুখ সরিয়ে নেয়।
এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পরেই অনেকে এর কড়া সমালোচনা করছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ম্যাট গেটস বাইডেনের এহেন কাজকে বেশ অদ্ভুত হিসেবে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার বেনি জনসন লিখেছেন, পৃথিবীতে বাইডেন কী করছেন? এ ছাড়া এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইট করেছেন। তিনি লিখেছেন, বাইডেনকে একটি নার্সিং হোমে থাকা উচিত।
এর আগেও এমন কর্মকাণ্ডের জন্য তোপের মুখে পড়েন বাইডেন। গত বছরের অক্টোবরে বাইডেন এক কিশোরী মেয়েকে ৩০ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সিরিয়াস সম্পর্কে না জড়ানোর কথা বলে তোপের মুখে পড়েন।
সূত্র : ফক্স নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.