11/22/2024 শাহজালালে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ২৬ কেজি সোনা জব্দ
মুনা নিউজ ডেস্ক
১৭ জুলাই ২০২৩ ০৮:৫৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ১১টি সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা জব্দ করা হয়েছে। ১৬ জুলাই, রোববার মধ্যরাতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ৯৮টি নীল রঙের স্কচটেপে সোনার তরল পেস্ট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার প্রিভেনটিভ দলের কর্মকর্তা সেগুফতা মাহজাবিন।
কাস্টমস জানায়, দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টম হাউসসহ অন্যান্য সংস্থার যৌথ অভিযান চালানো হয়। এতে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রংয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট জব্দ করা হয়। যার ওজন প্রায় ২৬ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি। গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে।
কাস্টমস আরও জানায়, উদ্ধার করা সোনাগুলো মালিক বিহীন অবস্থায় পাওয়া যায়। এগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সোমবার (১৭ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে কাস্টমস হাউজ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.