11/22/2024 যুক্তরাষ্ট্রে রাসায়নিক কারখানায় একের পর এক বিস্ফোরণ
মুনা নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৩ ১০:২৬
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের ডাউ কেমিক্যাল প্ল্যান্টে একাধিক বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখনও এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি এবং হতাহত আছে কি না সেটি নিশ্চিত নয়। লুইসিয়ানার ব্যাটন রুজের টেলিভিশন স্টেশন ডব্লিউবিআরজেড এ বিষয়ে ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, কোনো আঘাতের খবর পাওয়া যায়নি এবং আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় নিতে বলা হয়েছে।
আইবারভিল প্যারিশ শেরিফ ব্রেট স্ট্যাসি বলেছেন যে কমপক্ষে ছয়টি নিশ্চিত বিস্ফোরণ হয়েছে। তবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। সতর্কতার জন্য ইবারভিল প্যারিশের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
ডাউ লুইসিয়ানা অপারেশন এক বিবৃতিতে বলেছে, 'ডাও প্ল্যাকমাইন ফ্যাসিলিটিতে আগুন লেগেছে। জরুরি বাহিনী সেখানে কাজ করছে এবং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। পরবর্তীতের আমরা আপডেট প্রকাশ করবো'।
সূত্র : ডব্লিউবিআরজেড
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.