11/22/2024 ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা
মুনা নিউজ ডেস্ক
১৪ জুলাই ২০২৩ ০৯:৩৬
রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য গত সপ্তাহে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। আর এ ঘোষণার ছয়দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের এ বিপজ্জনক বোমা। খবর দ্য গার্ডিয়ান ও সিএনএন। ১৩ জুলাই, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে।
তাভরিয়া মিলিটারি কমান্ড ইন সাউদার্ন ইউক্রেন এর মুখপাত্র ভালেরি শেরশেন বলেন, ক্লাস্টার বোমাগুলো সবে মাত্র ইউক্রেনে পৌঁছেছে। ইউক্রেন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্লাস্টার বোমাগুলো ‘এখন আমাদের প্রতিরক্ষা বাহিনীর হাতে’।
গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, ইউক্রেনকে ৮০ কোটি ইউএস ডলারের সামরিক সহায়তার অংশ হিসেবে ক্লাস্টার বা গুচ্ছ বোমা পাঠানো হচ্ছে। তারপর থেকে ১২৩টি দেশে নিষিদ্ধ এই ক্লাস্টার বোমা পাঠানো নিয়ে তীব্র সমালোচনা চলছে। যদিও যুক্তরাষ্ট্র যুক্তি দিয়েছে, প্রায় ১৭ মাস আগে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেইনের প্রতিরোধ যুদ্ধ যেন দুর্বল হয়ে না পড়ে, তাই তারা কিইভকে ক্লাস্টার বোমা পাঠিয়ে সহায়তা করছে।
যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা ইউক্রেনে যে বোমা পাঠিয়েছে, সেগুলোর অবিস্ফোরিত থাকার সম্ভাবনা খুবই কম।
যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, ইউক্রেনকে কয়েক হাজার রাউন্ড ক্লাস্টার বোমা দেবে। তবে সংখ্যাটি ঠিক কত সেটি তারা প্রকাশ করেনি।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের অপারেশন্স পরিচালক লেফটেনেন্ট জেনারেল ডগলাস সিমস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘এ মুহূর্তে ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানো হয়েছে।’ তবে ইউক্রেনীয়রা এ বোমা ব্যবহার শুরু করেছে কিনা সেটি নিশ্চিত নয়।
সূত্র : দ্য গার্ডিয়ান / সিএনএন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.