11/22/2024 গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৯ জন
মুনা নিউজ ডেস্ক
১৩ জুলাই ২০২৩ ১৭:৫৭
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩৯ জন। এদের মধ্যে ঢাকায় ৭৫৬ জন এবং ঢাকার বাইরে ৪৮৩ জন ভর্তি হয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ হাজার ৬৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ২ হাজার ৭০৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১৩৬১জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১৭ হাজার ৩৮২ জন। এদের মধ্যে ঢাকায় ১১ হাজার ৭৫৭ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৬২৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১৩ হাজার ২২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৯ জন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.