11/25/2024 জ্যাকসন হাইটসে মুনা’ দাওয়াতি সামগ্রী বিতরণ
মুনা নিউজ ডেস্ক
৪ মে ২০২৩ ০৭:৪৩
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্কে বাংলাদেশীদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে দাওয়াতি সামগ্রী বিতরণ করেছে। দাওয়াতী পক্ষ- ২০২২ উপলক্ষ্যে রুজভেল্ট, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, মসজিদ ফুরকান ও সানিসাইড-উডসাইড সাবচ্যাপ্টারের উদ্দোগে চারদিন পৃথকভাবে ডাইভারসিটি প্লাজায় এ কর্মসূচী পালন করা হয়। এতে বাংলা-ইরেজী-স্পানিস ভাষায় অনুবাদকৃত কুরআনুল কারীমসহ খ্যাতিমান ইসলামিক স্কলারদের লেখা বিভিন্ন ইসলামি সাহিত্য, মুনার বিভিন্ন দাওয়াতি সামগ্রীর পশরা বসানো হয়। চ্যাপ্টার সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের কর্মপরিকল্পনায় কর্মসূচী বাস্তবায়নের সহযোগিতায় করেন চ্যাপ্টার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম মাছুম, অফিস সম্পাদ আবু হক রুমি, দাওয়াহ সম্পাদক আলমগীর হোসাইন প্রমুখ। আমন্ত্রিত অতিথি ছিলেন, মসজিদ আববারের ইমাম ও খতিব মাওলানা আবুল খায়ের, মুনা জ্যামাইকা ওয়েস্ট চ্যাপ্টার সভাপতি মো: রেজাউল করীম, ব্যবসায়ী হাসান আল বান্না, মনিরুজ্জামান মনির। ১২ জুলাই, দাওয়াহ সমাবেশ: মুনা’ জ্যাকসন হাইটস চ্যাপ্টারের ‘দাওয়াহ সমাবেশ’ আগামী ১২ জুলাই বিকাল ৬টায় অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটস মুনা কার্যালয়ে (৩৫-৩৫,৭১ ষ্ট্রিট)। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চ্যাপ্টার সভাপতি মমিনুল ইসলাম মজুমদার।
প্রকাশকাল : মে ২০২২
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.