01/31/2026 ক্ষমতায় গেলে দেশে কোনো চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: জামায়াত আমির
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬ ২২:১৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে মহান আল্লাহ যদি তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তবে দেশে চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন যে চাঁদাবাজদের হাত থেকে এই ঘৃণ্য কাজ বন্ধ করে তাদের হাতে সম্মানজনক কর্মসংস্থান তুলে দেওয়া হবে। বিগত সাড়ে ১৫ বছর চরম নির্যাতনের শিকার হয়েও দেশ ত্যাগ না করার কথা উল্লেখ করে তিনি আজীবন জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন যে এক সময় যারা মজলুম ছিলেন তারা যেন এখন জালেম হয়ে না ওঠেন অন্যথায় আগামী ১২ তারিখ নির্বাচনের দিন জনগণ এর উপযুক্ত জবাব দেবে। তিনি দেশে আর পরিবারতান্ত্রিক রাজনীতি দেখতে চান না বলেও সাফ জানিয়ে দেন। বক্তব্যে তিনি নোয়াখালীকে বিভাগ করার দাবি বাস্তবায়নে তার অনড় অবস্থানের কথা জানান এবং একে একটি ‘ঈমানী দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল বা বুলিং করার তীব্র সমালোচনা করে তিনি গণমাধ্যমকে দুর্নীতির পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.