01/31/2026 প্রবল জনঅসন্তোষের মুখে মিনেসোটায় অভিবাসীবিরোধী অভিযান কমানোর ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬ ২২:০২
মিনেসোটা অঙ্গরাজ্যে কঠোর অভিবাসীবিরোধী অভিযানের ফলে সৃষ্ট তীব্র জনঅসন্তোষ আর রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফেডারেল এজেন্টদের সংখ্যা পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে।
‘অপারেশন মেট্রো সার্জ’ এর আওতায় গত এক বছরে ১০ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করা হলেও সম্প্রতি আইসিই কর্মকর্তাদের গুলিতে দুই নাগরিক নিহতের ঘটনায় দেশজুড়ে সমালোচনা শুরু হয়। এমনকি ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের মধ্যেও এই অভিযান নিয়ে প্রশ্ন ওঠে।
টম হোম্যান স্বীকার করেছেন যে অভিযানের সময় কিছু ক্ষেত্রে পেশাদার আচরণের ঘাটতি ছিল এবং তিনি সাফ জানিয়ে দেন যে এখন থেকে নির্বাসনের চেয়ে জননিরাপত্তাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তিনি মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের জন্য একটি ‘ড্র-ডাউন প্ল্যান’ তৈরির নির্দেশ দিয়েছেন যাতে বড় কোনো গণ-ধরপাকড়ের পরিবর্তে নির্দিষ্ট ও পরিকল্পিত অভিযান চালানো যায়। ইতোমধ্যে তিনি মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে এই উত্তেজনার মধ্যেই মিনেসোটার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করে ডেমোক্র্যাট সিনেটর অ্যামি ক্লোবুশার ট্রাম্পের এই নীতিকে সমাজে বিভাজন সৃষ্টির কারণ হিসেবে দায়ী করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.