01/31/2026 গণভোটে সবাইকে হ্যাঁ এর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানালেন তারেক রহমান
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬ ২১:৪৩
আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে দেশের সকল মানুষকে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন যে রংপুর হলো আবু সাঈদের পবিত্র রক্ত মেশানো মাটি এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ‘জুলাই সনদ’ রক্ষা করা এখন সবার নৈতিক দায়িত্ব। ৫ আগস্টের বিপ্লবের ঐক্য ধরে রাখার ওপর জোর দিয়ে তিনি জনগণকে নিশিরাত বা ডামি নির্বাচনের অপরাজনীতির বিরুদ্ধে সজাগ থাকার পরামর্শ দেন।
রংপুরের উন্নয়নে বিশেষ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন যে এই অঞ্চলকে কৃষিজাত পণ্যের শিল্প হাব হিসেবে গড়ে তোলা হবে। এখানে আইটি খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। এছাড়া কৃষকদের কল্যাণে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং বিনামূল্যে বীজ ও কীটনাশক দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণাও দেন বিএনপি চেয়ারম্যান। পরিশেষে তিনি উপস্থিত জনতাকে ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.