01/30/2026 ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে ওয়ারশকেই মনোনয়ন দিলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬ ১৮:৩৯
কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ শেষ হওয়ার আগেই শুক্রবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প এই নতুন সিদ্ধান্তের কথা জানান। ওয়ারশকে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ উল্লেখ করে ট্রাম্প আশা প্রকাশ করেন যে, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা ফেড চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রমাণ করবেন।
৫৫ বছর বয়সী কেভিন ওয়ার্শ বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউশনে কর্মরত আছেন। এর আগে ২০০৬ সালে মাত্র ৩৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ গভর্নর হিসেবে ফেডারেল রিজার্ভে যোগ দিয়ে তিনি রেকর্ড গড়েছিলেন। জর্জ ডব্লিউ বুশের আমলে হোয়াইট হাউসের অর্থনীতিবিদ হিসেবে বিশ্বমন্দা মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগামী মে মাসে পাওয়েলের মেয়াদ শেষ হলে ওয়ারশ তার স্থলাভিষিক্ত হবেন।
তবে এই মনোনয়ন নিয়ে মার্কিন রাজনীতি ও অর্থনীতিবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ট্রাম্পের অর্থনৈতিক দর্শনের সাথে সুর মিলিয়ে ওয়ারশ সম্প্রতি সুদের হার কমানোর পক্ষে মত দিলেও, অতীতে মুদ্রাস্ফীতি নিয়ে তার কিছু ভুল পূর্বাভাসের কথা মনে করিয়ে দিচ্ছেন সমালোচকরা। এখন সিনেট ব্যাংকিং কমিটির শুনানির মধ্য দিয়ে তার এই নিয়োগ নিশ্চিত হতে হবে, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা রক্ষা নিয়ে তাকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.