01/30/2026 যাদের কারণে দেশে ফেরা, সেই জুলাই যোদ্ধাদেরই অস্বীকার করা হচ্ছে: জামায়াত আমির
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬ ১৮:১৫
জুলাই অভ্যুত্থানের বীরদের আত্মত্যাগের বিনিময়ে অনেকে দেশে ফেরার সুযোগ পেলেও এখন তারাই সেই যোদ্ধাদের অবহেলা করছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এই মন্তব্য করেন।
বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, "যাদের ত্যাগের কারণে কেউ দেশে ফিরতে পেরেছেন বা দেশ শাসনের স্বপ্ন দেখছেন, তারা আজ জুলাই যোদ্ধাদের অবহেলার পাত্রে পরিণত করেছেন।" নির্বাচনি পরিবেশ নিয়ে তিনি বলেন, জামায়াত যদি আচরণবিধি ভঙ্গ করে তবে তা নির্বাচন কমিশন (ইসি) দেখবে, অন্য কোনো দলের এ নিয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই। বাধা উপেক্ষা করেই জনগণকে মুক্তি দিতে জামায়াত রাজপথে থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বক্তব্যে তিনি স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে লক্ষ্মীপুরের এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রজননকেন্দ্র পুনরায় চালু এবং মেঘনা নদীতে বাঁধ নির্মাণ করা হবে। একই সাথে আগামী নির্বাচনে জয়যুক্ত করার পাশাপাশি আসন্ন গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত করার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.