01/30/2026 যে সরকারই আসুক, চীন-বাংলাদেশের কাজ চলমান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬ ১৭:৫৬
বাংলাদেশে ভবিষ্যতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, চীনের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত বুধবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘চীন-বাংলাদেশ পার্টনারশিপ ফোরাম’-এর প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য, অবকাঠামো এবং ডিজিটাল খাতে দুই দেশের অংশীদারিত্ব জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেন। প্রতিনিধিদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আর কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠিত হবে। তবে আমাদের দুই দেশের মধ্যকার চলমান কাজগুলো থেমে থাকা উচিত নয়।" ড. ইউনূস এ সময় ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে চীনের সাথে তার দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের স্মৃতিচারণ করেন।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গত মার্চ মাসের সাক্ষাতের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, চীনা প্রেসিডেন্ট তার লেখা বই থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন জেনে তিনি আনন্দিত। বৈঠকে উপস্থিত চীনের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বিনিয়োগকারী এবং বায়োমেডিক্যাল বিশেষজ্ঞরা বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালভ্যাক্স বাংলাদেশে তাদের কার্যক্রম প্রসারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.