01/30/2026 পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪১ জঙ্গি নিহত
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬ ১৭:২৭
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে অন্তত ৪১ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় প্রথম অভিযানে ৩০ জন এবং হারনাই জেলায় দ্বিতীয় অভিযানে আরও ১১ জন বিদ্রোহী নিহত হয়। বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি। সেনাবাহিনী দাবি করেছে, নিহতরা সম্প্রতি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং ব্যাংক ডাকাতির মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া এই বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রতিবেশী ভারত দ্বারা সমর্থিত বলেও দাবি করা হয়েছে, যদিও এর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
বর্তমানে ওই দুই জেলায় অবশিষ্ট বিদ্রোহীদের নির্মূল করতে সেনাবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এই সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। উল্লেখ্য, আফগানিস্তান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সশস্ত্র সহিংসতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.