01/30/2026 প্রবাসীদের জন্য সুখবর: মাত্র ২০ হাজার টাকায় ফিরতি টিকিটের বিশেষ সুযোগ
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬ ১৬:৫৮
সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য নামমাত্র ভাড়ায় যাতায়াতের অনন্য সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশেষ এই উদ্যোগের আওতায় সৌদি-বাংলাদেশ রুটে একমুখী ফ্লাইটের টিকিট এখন পাওয়া যাবে মাত্র ২০ হাজার ৫০০ টাকায়। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই মাইলফলক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, হজ ফ্লাইটের খালি থাকা আসনগুলোকে কাজে লাগিয়ে এই সাশ্রয়ী প্যাকেজ তৈরি করা হয়েছে। এতে ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০০ কোটি টাকার বেশি অতিরিক্ত মুনাফা অর্জন করবে। মদিনা বা জেদ্দা থেকে ঢাকা আসার একমুখী টিকিট ২০,৫০০ টাকা এবং আসা-যাওয়াসহ রিটার্ন টিকিট মাত্র ৪২,০০০ টাকায় পাওয়া যাবে।
আগামী ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত দেশে আসার ক্ষেত্রে এবং ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সৌদি ফেরার ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর হবে। এই পদক্ষেপের প্রশংসা করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, এটি প্রবাসীবান্ধব রাষ্ট্র গড়ার পথে একটি বড় ধাপ। তবে অতীতে অনেক ভালো উদ্যোগ তদারকির অভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি এই প্রকল্পটিকে শতভাগ সফল ও দুর্নীতিমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.