01/30/2026 ‘প্রতিটি নাগরিকের আত্মমর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য’: তারেক রহমান
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬ ১৬:২৯
দেশের প্রতিটি মানুষ যেন মাথা উঁচু করে এবং আত্মমর্যাদার সাথে বসবাস করতে পারে, তেমন একটি বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের একটি স্থানীয় হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
সিএসএফ গ্লোবাল আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। মানবিক এই উদ্যোগটির নেপথ্যে ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এই কার্যক্রমের খবরটি নিশ্চিত করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, "আসুন আমরা এমন এক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে দল-মত নির্বিশেষে প্রত্যেকের নিজস্ব মর্যাদা থাকবে এবং কেউ অবহেলিত হবে না।" বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সম্ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, "আমাদের এই শিশুদের মাঝে অসাধারণ অনেক প্রতিভা লুকিয়ে আছে। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের সঠিক মূল্যায়ন ও সহযোগিতা করলে তারা দেশের সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।"
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান জানান, মানবিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে প্রতীকীভাবে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর হাতে নতুন হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.