01/30/2026 ‘আশা করি শক্তি প্রদর্শনই যথেষ্ট হবে, সরাসরি হামলা নয়’: ইরান প্রসঙ্গে ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬ ১৬:০৩
ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আলোচনার প্রস্তাব এবং সামরিক হুঁশিয়ারি—উভয় পথই খোলা রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি এখনই কোনো সামরিক সংঘাতে জড়াতে আগ্রহী নন, বরং আলোচনার মাধ্যমে পরমাণু চুক্তিতে পৌঁছাতে আশাবাদী।
তিনি বলেন, “আমার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের বাহিনীকে ঢেলে সাজিয়েছি। বর্তমানে একটি বিশাল ও শক্তিশালী নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তবে আমি আশা করি আমাদের এই শক্তি প্রয়োগ করতে হবে না।” গত কয়েকদিনে ইরানের সাথে কোনো যোগাযোগ হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি জানান যে বিষয়টি নিয়ে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও আলাপ-আলোচনা চলছে।
এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে সামরিক পদক্ষেপ নেওয়ার সব প্রস্তুতি তাদের রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর। সামরিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার 'ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক' মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে, যা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারের সংখ্যা ছয়ে উন্নীত করেছে।
যুক্তরাষ্ট্রের হুমকির মুখে পালটা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়োনি জানান, যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তাদের বিস্তারিত প্রতিরক্ষা পরিকল্পনা প্রস্তুত রয়েছে। অন্যদিকে, এই সংকট নিরসনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন এবং শুক্রবার আঙ্কারায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসার কথা রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.