01/30/2026 রমজানে মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবি নামাজ ১৩ রাকাত নির্ধারিত
মুনা নিউজ ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬ ২০:২৯
আসন্ন রমজান মাসে সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবি নামাজ ১০ রাকাত আদায় করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এরপর আদায় করা হবে ৩ রাকাত বিতর নামাজ। এভাবে মোট ১৩ রাকাত নামাজ আদায় হবে। তারাবি ও বিতর মিলিয়ে পাঁচবার সালাম ফিরানো হবে। শেষ সালাম হবে বিতর নামাজের মাধ্যমে।
দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আসন্ন রমজানে রাতের তারাবি নামাজ এই নির্ধারিত কাঠামো অনুসারেই আদায় করা হবে।
মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির তারাবি নামাজ প্রতিদিন বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। ফলে বিশ্বের কোটি কোটি মুসলমান এই নামাজের সঙ্গে হৃদয়ে যুক্ত থাকেন। রমজান শুরু হওয়ার কাছাকাছি সময়ে তারাবি নামাজের সময়সূচি ও ইমামদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.