01/29/2026 জব্দ তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলাকে ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬ ১৯:৫৮
চলতি মাসের শুরুতে জব্দ করা তেলবাহী ট্যাঙ্কারগুলোর মধ্যে একটি ভেনেজুয়েলার কাছে হস্তান্তর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দুজন বেনামী কর্মকর্তার এই তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, গত ৭ জানুয়ারি ক্যারিবিয়ান সাগর থেকে জব্দ করা পানামার পতাকাবাহী সুপারট্যাঙ্কার ‘এম/টি সোফিয়া’ ভেনেজুয়েলার কাছে ফিরিয়ে দেওয়া হবে। রয়টার্স উল্লেখ করেছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জব্দ করা ট্যাঙ্কার ফিরিয়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে সূত্রগুলো কিছু জানায়নি।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্যাঙ্কারটি আটকের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছিলেন যে, এটি একটি ‘রাষ্ট্রহীন জাহাজ’। তবে এর পরের দিনই পানামার মেরিটাইম অথরিটি জানায়, ২০২৫ সালের জানুয়ারিতেই ‘সোফিয়া’-কে তাদের জাতীয় জাহাজের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য যে, গত ২০২৫ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ক্যারিবিয়ান এবং উত্তর আটলান্টিক মহাসাগর থেকে মোট সাতটি ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: তাস।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.