01/29/2026 যুক্তরাষ্ট্রের কূটনীতিকের অডিও ফাঁস, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে
মুনা নিউজ ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬ ১৯:০৩
যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি অডিও পেয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ওই অডিওতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিককে বলতে শোনা গেছে, বাংলাদেশ এখন ইসলামপন্থার দিকে ঝুঁকে গেছে। আর আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে। এমন অবস্থায় তারা জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চান।
এমনকি ঢাকাভিত্তিক ওই কূটনীতিক নারী সাংবাদিকদের প্রশ্ন করেন, ছাত্রশিবিরের নেতাদেরকে টিভি অনুষ্ঠানে আনবেন কি না?
জামায়াত শরীয়াহ আইন চালু করবে না বলে মত দেন ওই কূটনৈতিক। যদি শরীয়াহ আইন চালু করে এবং নারীদের পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে না পারার কথা বলা হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পোশাকের আর কোনো অর্ডার নেয়া হবে না বলেও জানান তিনি।
তার মতে, 'অর্ডার না থাকার মানে হলো বাংলাদেশের অর্থনীতিও থাকবে না।' এছাড়া, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও উচ্চশিক্ষিত অনেক লোক রয়েছে। তাদেরকে জানিয়ে দেয়া হবে শরীয়াহ আইন করলে কী হবে।
তখন পোষাক শিল্পের ওপর শুল্কারোপের কথাও বলেন তিনি। সংবাদমাধ্যমটি আজ বৃহস্পতিবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
বিষয়টি নিয়ে জানতে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র মোনিকা শিই-র কাছে যোগাযোগ করেছিল ওয়াশিংটন পোস্ট। এই আলোচনার কথা স্বীকার করেন মোনিকা শিই।
তিনি জানিয়েছেন, গত ডিসেম্বরে এই আলোচনা হয় এবং এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল। যেখানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা কথাবার্তা বলেন। তবে এসব কথাবার্তা বাইরে প্রকাশ করা হয় না।
তবে, জোর দিয়ে মোনিকা শিই বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং জনগণের ভোটে যে সরকারই নির্বাচিত হোক, তার সঙ্গেই কাজ করবে।
এদিকে, ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের ব্যাপারে কথা বাইরে বলেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র মোহাম্মদ রহমান। তবে তিনি জানান, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ওয়াশিংটনে জামায়াত-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের চারবার বৈঠক হয়েছে। আর ঢাকায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে।
এছাড়া, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রেয়ারের সঙ্গে ভার্চুয়ালিও বৈঠক হয় জামায়াতের।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.