01/29/2026 ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা ঝুঁকিতে নেই: তৌহিদ
মুনা নিউজ ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬ ১৮:৫৭
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে ভারতীয় কর্মকর্তা বা তা তাদের পরিবার বিপদে আছে।’ তিনি বাংলাদেশে থাকা ভারতীয় মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না বলে জানান।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা বা সংকেত আছে কি না—জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শঙ্কা নেই। আর সংকেত কী, আমি বুঝতে পারছি না। এটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মীদের পরিবারকে যেকোনো সময় চলে যেতে বলতেই পারে।’
তিনি বলেন, ‘তারা কেন এটা করছেন, তার কোনো কারণ আমি খুঁজে পাই না।
বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা পরিবার বিপদে আছে। এ রকম একটি ঘটনাও ঘটেনি। আশঙ্কা তাদের মনে হয়তো থাকতে পারে, অথবা তারা হয়তো কোনো বার্তা দিতে চাইছে—হতে পারে। কিন্তু আমি আসলে এর মধ্যে সঠিক কোনো বার্তা খুঁজে পাচ্ছি না।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.