01/28/2026 ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ভোট ৪ লাখ ছাড়িয়েছে
মুনা নিউজ ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬ ২৩:১৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার। ভোটদান সম্পন্ন করছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোটার। যার মধ্যে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস অথবা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জনের পোস্টাল ব্যালট। আর দেশে এসেছে ২১ হাজার ৫০৮ জনের পোস্টাল ব্যালট।
দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক-সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.