01/27/2026 যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে দাঁড়ালেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
মুনা নিউজ ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬ ১৯:৩৫
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, অনেক হয়েছে, ওয়াশিংটনের নির্দেশে তিনি আর চলবেন না।
সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তেলশ্রমিকদের সামনে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানান।
ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সমর্থনে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেও শুরু থেকেই কঠিন ভারসাম্য রক্ষা করে চলেছেন। একদিকে দেশে মাদুরোপন্থীদের সঙ্গে সমঝোতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা—দু’দিকের চাপেই দিন কাটছে তার।
ভেনেজুয়েলার দায়িত্ব নেওয়ার একমাস পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে মুখ খুললেন রদ্রিগেজ। তেল উৎপাদন পুনরায় শুরুসহ একাধিক দাবিতে ওয়াশিংটনের চাপের মধ্যেই বিতর্কিত অবস্থান নিয়েছেন তিনি।
ডেলসি রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলার রাজনীতিবিদদের ওপর ওয়াশিংটনের নির্দেশ—অনেক হয়েছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা ও মতপার্থক্য ভেনেজুয়েলাই সমাধান করবে।’
অনুষ্ঠানে পুয়ের্তো লা ক্রুস শহরের তেলশ্রমিকদের সমাবেশে রদ্রিগেজ বলেন, ফ্যাসিবাদ ও চরমপন্থার পরিণতির সঙ্গে লড়াই করতে গিয়ে দেশকে দিতে হয়েছে বড় মূল্য।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই ক্ষমতায় এসে ডেলসি রদ্রিগেজ এখন ওয়াশিংটনের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। তার এমন বক্তব্য ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। এতে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.