01/25/2026 ইরাকের প্রধানমন্ত্রী পদে আবারও ফিরছেন নূরী আল-মালিকি, সংখ্যাগরিষ্ঠ জোটের সমর্থন
মুনা নিউজ ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬ ১৭:৩২
ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক সরকারপ্রধান নূরী আল-মালিকিকে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট। শনিবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।
ইরানপন্থী শিয়া দলগুলোর জোট ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ জানিয়েছে, তারা সর্বসম্মতিক্রমে নূরী আল-মালিকিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাকে জোটের ‘বৃহত্তম সংসদীয় জোটের প্রার্থী’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, মালিকির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা তাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে।
৭৫ বছর বয়সী নূরী আল-মালিকি ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন। ইরাকের প্রচলিত রাজনৈতিক সমঝোতা অনুযায়ী, প্রধানমন্ত্রী সাধারণত শিয়া মুসলিম, স্পিকার সুন্নি এবং প্রেসিডেন্ট পদটি কুর্দিদের জন্য নির্ধারিত থাকে।
গত নভেম্বরের নির্বাচনের পর গঠিত এই জোটটি বর্তমানে সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীঘ্রই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির স্থলাভিষিক্ত হবেন মালিকি। তবে তার বিরুদ্ধে অতীতে দুর্নীতি ও সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার মতো বেশ কিছু বিতর্কও রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.