01/25/2026 মিনেসোটায় ২ বছরের শিশুকে আটক: অভিবাসন পুলিশের অভিযানে উত্তাল যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬ ১৭:২২
যুক্তরাষ্ট্রে চলমান অভিবাসীবিরোধী অভিযানের অংশ হিসেবে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে দুই বছরের এক শিশুকে আটকের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই)। গত বৃহস্পতিবার দোকান থেকে বাড়ি ফেরার পথে এলভিস জোয়েল টিপান-এচেভেরিয়া এবং তার শিশু কন্যা ক্লোই রেনাটা টিপান ভিলাসিসকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আইনজীবীদের মতে, কোনো ওয়ারেন্ট ছাড়াই আইসিই এজেন্টরা গাড়ির কাচ ভেঙে বাবা ও শিশুকে তুলে নিয়ে যায় এবং আদালতের নির্দেশ অমান্য করে তাদের টেক্সাসে স্থানান্তর করা হয়। যদিও তীব্র প্রতিবাদের মুখে শুক্রবার শিশুটিকে মুক্তি দেওয়া হয়েছে, তবে তার ওপর দিয়ে যাওয়া মানসিক ধকল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা।
বর্তমানে ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রজুড়ে চলা 'অপারেশন মেট্রো সার্জ'-এর আওতায় মিনেসোটায় কয়েক হাজার সশস্ত্র এজেন্ট মোতায়েন করা হয়েছে। গত এক সপ্তাহেই স্কুলগামী শিশুসহ অন্তত পাঁচটি শিশুকে আটক করার খবর পাওয়া গেছে। প্রশাসনের দাবি, অবৈধ অভিবাসন রুখতে এই কঠোর পদক্ষেপ জরুরি হলেও আইনজীবীরা বলছেন, অনেকেরই আশ্রয়ের আবেদন এখনো বিচারাধীন। সম্প্রতি এই বাহিনীর গুলিতে এক নাগরিকের মৃত্যু এবং সোমালি বংশোদ্ভূতদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আইসিই এজেন্টদের প্রত্যাহারের দাবি জানাচ্ছে, যা বর্তমান পরিস্থিতিতে এক বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকটের সৃষ্টি করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.