01/25/2026 গাজায় স্থায়ী শান্তি ও মানবিক সহায়তা নিয়ে তুর্কি গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক
মুনা নিউজ ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬ ১৫:৫৩
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সাথে ইস্তাম্বুলে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।
শনিবার অনুষ্ঠিত এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল গাজায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং মানবিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হায়াসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তির পাশাপাশি গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করা, রাফাহ সীমান্ত খুলে দেওয়া এবং গাজার অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য একটি জাতীয় কমিটি গঠন করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন।
বৈঠককালে হামাস প্রতিনিধি দল গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের মধ্যস্থতা এবং বলিষ্ঠ ভূমিকার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে সংকটের পরবর্তী ধাপে আঙ্কারার ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্বের প্রশংসা করেন তারা। উল্লেখ্য যে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ভয়াবহ এই সংঘাতের ফলে গাজায় এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭১ হাজার। যদিও গত ১০ জানুয়ারি থেকে যুদ্ধবিরতির নতুন প্রচেষ্টা শুরু হয়েছে, তবুও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে হামলা ও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে, যা শান্তি প্রক্রিয়াকে এখনো চ্যালেঞ্জের মুখে রাখছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.