01/25/2026 আমিরাতে ত্রিপক্ষীয় বৈঠকে সমাধান মেলেনি, আলোচনার মাঝেই কিয়েভ-খারকিভে রুশ হামলা
মুনা নিউজ ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬ ২১:১৯
দীর্ঘ প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের প্রথম দিনে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইউক্রেন ও রাশিয়া।
শুক্রবার (২৩ জানুয়ারি) আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ ও ভূখণ্ড ভাগাভাগির প্রশ্নে দুই পক্ষই অনড় অবস্থানে থাকায় আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।
আলোচনা বনাম রণক্ষেত্র শান্তি আলোচনার আবহেই ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার ভোরে চালানো এই হামলায় অন্তত একজন নিহত এবং ২৩ জনেরও বেশি আহত হয়েছেন। হামলার ফলে কিয়েভের পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে তীব্র শীতে কয়েক হাজার পরিবার হিটিং ব্যবস্থা ছাড়া মানবেতর জীবন কাটাচ্ছে। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে ‘শান্তি আলোচনার টেবিলে রাশিয়ার নিষ্ঠুর আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।
জেলেনস্কির প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনার প্রতি ঘণ্টা সংবাদ তাকে জানানো হচ্ছে। তিনি এই বৈঠককে ইতিবাচক মনে করলেও পরিস্থিতির জন্য পুরোপুরি রাশিয়াকে দায়ী করেছেন। জেলেনস্কি বলেন, “রাশিয়াই এই যুদ্ধ শুরু করেছে, তাই শান্তি কত দ্রুত আসবে তা তাদের ওপরই নির্ভর করছে।” শনিবার আমিরাতে দ্বিতীয় দিনের মতো বৈঠক শুরু হয়েছে, যেখানে আবারও অমীমাংসিত ভূখণ্ড ইস্যুটি নিয়ে আলোচনার কথা রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.