01/25/2026 ‘বিভক্তি সৃষ্টিকারীরা দেশের বন্ধু নয়’: সিরাজগঞ্জে জামায়াত আমিরের ঐক্যবদ্ধ হওয়ার ডাক
মুনা নিউজ ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬ ২১:১৪
যারা জাতিকে বিভক্ত করে রাখে তারা কখনোই দেশের সত্যিকারের কল্যাণকামী হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইনসাফ ও আইনের শাসন ডা. শফিকুর রহমান তার বক্তব্যে একটি বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, “ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে, সেখানেই আমরা ন্যায়বিচার নিশ্চিত করব। অপরাধী যেই হোক, সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের প্রেসিডেন্ট—আইনের চোখে সবাই সমান বিচার পাবেন। বিচারের মানদণ্ড কারো জন্য নমনীয় আর কারো জন্য কঠোর হবে না।”
রাজনৈতিক শিষ্টাচারের আহ্বান নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের সংযত থাকার পরামর্শ দিয়ে জামায়াত আমির বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষগুলো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি দিলেও জামায়াত কর্মীরা যেন তার পাল্টা জবাব না দেয়। তিনি যুক্তি ও শালীনতার সাথে রাজনৈতিক সমালোচনা করার নির্দেশ দেন। জেলা আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ এলাকায় উন্নয়নের অঙ্গীকার করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.