01/25/2026 ‘চীন কানাডাকে গিলে খাবে’: প্রতিরক্ষা ইস্যুতে ট্রাম্পের চরম হুঁশিয়ারি
Akhlakuzzaman
২৪ জানুয়ারী ২০২৬ ২১:০০
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রস্তাব প্রত্যাখ্যান করায় কানাডার তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, অটোয়া যদি ওয়াশিংটনের সাথে সামরিক সহযোগিতা বজায় না রাখে, তবে চীন খুব দ্রুত কানাডাকে ‘গ্রাস’ করবে।
‘গোল্ডেন ডোম’ ও গ্রিনল্যান্ড বিতর্ক ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, গ্রিনল্যান্ডের ওপর ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনায় বাধা দিয়ে কানাডা বড় ভুল করছে। তার দাবি, এই সুরক্ষা ব্যবস্থা কানাডাকেও নিরাপদ রাখবে। কিন্তু দেশটি যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ককে প্রাধান্য দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে তাদের জন্য বিপদ ডেকে আনবে। ট্রাম্পের ভাষায়, "চীন প্রথম বছরের মধ্যেই তাদের (কানাডাকে) খেয়ে ফেলবে।"
যুক্তরাষ্ট্র-কানাডা কূটনৈতিক টানাপোড়েন আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ট্রাম্পের দীর্ঘদিনের পরিকল্পনা। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি দাবি করেন, কানাডার উচিত তাদের অস্তিত্বের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা। মূলত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি বৈশ্বিক পরাশক্তিগুলোর চাপ নিয়ে যে মন্তব্য করেছিলেন, ট্রাম্পের এই আক্রমণাত্মক প্রতিক্রিয়া তারই পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনায় উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.