01/25/2026 জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বলে তীব্র আক্রমণ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
মুনা নিউজ ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬ ২০:৫৬
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কঠোর সমালোচনা করে তাকে ‘বিভ্রান্ত ভাঁড়’ (Delusional Clown) হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি জেলেনস্কির বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং রাজনৈতিক দ্বিচারিতার অভিযোগ তোলেন।
উত্তেজনার নেপথ্যে সম্প্রতি ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে জেলেনস্কি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানান। এই বার্তাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে আরাঘচি বলেন, জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর করদাতার অর্থ ব্যবহার করে ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত সামরিক কর্মকর্তাদের পকেট ভারী করছেন।
কূটনৈতিক বাদানুবাদ ও সামরিক সতর্কতা ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, জেলেনস্কি একদিকে ইউক্রেনে রুশ অভিযানকে অবৈধ বলছেন, অন্যদিকে নিজেই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ইরানের ওপর সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করছেন। তিনি সাফ জানিয়ে দেন, ইউক্রেনের মতো বিদেশের ওপর নির্ভর না করে ইরান নিজস্ব শক্তিতেই আত্মরক্ষায় সক্ষম।
এদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও জোরালো হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ রণতরী পারস্য উপসাগরের দিকে রওনা হয়েছে। এই সামরিক সমাবেশের প্রতিক্রিয়ায় ইরান সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের হুঁশিয়ারি—যেকোনো ধরনের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সীমিত হামলাকেও ইরান ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে গণ্য করবে এবং এর কঠোরতম জবাব দেবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.