01/23/2026 আগামী সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে রাফাহ সীমান্ত ক্রসিং
মুনা নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬ ১৯:৩০
দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে মিশরের সঙ্গে গাজার সংযোগকারী একমাত্র সীমান্তপথ ‘রাফাহ ক্রসিং’ পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আগামী সপ্তাহ থেকেই এই ক্রসিং দিয়ে উভয় দিকে যাতায়াত শুরু হবে।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে এই ঘোষণা দেন গাজার টেকনোক্র্যাট নেতা আলি শাথ।
আলি শাথ এই পদক্ষেপকে গাজাবাসীর জন্য ‘নতুন সম্ভাবনার প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন। ২০২৪ সাল থেকে রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকলেও গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এর মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং গুরুতর অসুস্থ রোগীদের বাইরে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.