01/23/2026 ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব শফিকুল আলম
মুনা নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬ ১৭:২৩
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) ঢাকার ধামরাইয়ে প্রখ্যাত সাধক বুচাই চান পাগলার মাজার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, নাগরিক অধিকার সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বৈরাচারের প্রত্যাবর্তন রোধে জনগণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে।
মাজার জিয়ারত শেষে প্রেস সচিব দেশে মাজার বা ধর্মীয় উপাসনালয়ে হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, বাংলাদেশ অলি-আউলিয়া ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মাজার এ দেশের হাজার বছরের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কারো কোনো আদর্শ পছন্দ না হলে সেখানে না যাওয়ার অধিকার থাকলেও, সহিংসতা বা আক্রমণ কোনোভাবেই কাম্য নয়। তিনি সকলকে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং বাউল সংস্কৃতিকে জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.