01/23/2026 ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের ভোটের মডেল: প্রধান উপদেষ্টা
মুনা নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬ ১৬:৪৫
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সকল নির্বাচনের জন্য একটি আদর্শ মানদণ্ড (বেঞ্চমার্ক) স্থাপন করবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ড. ইউনূস একটি উৎসবমুখর ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
বৈঠককালে প্রধান উপদেষ্টা জানান, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি স্বাগত জানাবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গত ১৮ মাসে বর্তমান সরকারের সংস্কারমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং নির্বাচনের পর বিজয়ী দলের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, শ্রম আইন সংশোধন, রোহিঙ্গা সংকট এবং আসিয়ান ও সার্ক-এর মতো আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.