01/23/2026 ‘ট্রিগারে হাত রেখে প্রস্তুত আমরা’, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি
মুনা নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬ ১৬:৩৫
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর শত্রুপক্ষকে যেকোনো প্রকার ‘ভুল হিসাব’ থেকে বিরত থাকার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) এক বার্তায় তিনি বলেন, তার বাহিনী সর্বোচ্চ নেতার নির্দেশ পালনে ‘ট্রিগারে হাত রেখে’ প্রস্তুত রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে তিনি বলেন, গত জুনের ১২ দিনের যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত।
মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর বা ‘আর্মাডা’ পাঠানোর ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে এই কড়া বার্তা দিলেন পাকপুর। তিনি দাবি করেন, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় উসকানি দিয়ে যুক্তরাষ্ট্র দেশটিকে একটি যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে। অন্যদিকে, ওয়াশিংটন বলছে তারা ইরানের গতিবিধি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-সহ বিশাল নৌবহর ওই অঞ্চলে মোতায়েন করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হুমকিকে সরাসরি সন্ত্রাসবাদে উসকানি হিসেবে অভিহিত করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.