01/23/2026 জাপানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি, আগাম নির্বাচন ৮ ফেব্রুয়ারি
মুনা নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬ ১৬:০৬
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর আগামী ৮ ফেব্রুয়ারি আগাম সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গত অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় প্রধানমন্ত্রী তাকাইচি নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনমত যাচাইয়ের এই সিদ্ধান্ত নিলেন।
বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ ছুঁলেও তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইমেজ বেশ কিছু কেলেঙ্কারির কারণে কিছুটা ম্লান। বর্তমানে এলডিপি এবং জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) জোটের হাতে নিম্নকক্ষে সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ১২ দিনের সংক্ষিপ্ত নির্বাচনী প্রচারণায় তাকাইচি ভোটারদের কাছ থেকে বড় ধরনের ম্যান্ডেট পাওয়ার আশা করছেন, যা তাকে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি মোকাবিলায় জোরালো পদক্ষেপ নিতে সাহায্য করবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.